নড়িয়ায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল স্মৃতি সংসদ সুরেশ্বর। এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার, ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার ঘড়িষার ইউনিয়নে।
বন্ধু মহল স্মৃতি সংসদ সুরেশ্বর নামের এই সমাজ সেবা ও অরাজনৈতিক সংগঠন ২০২০ সাল থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে সহায়তা ও সহযোগিতা করে আসছে। কম্বল বিতরণের সময় সংগঠনের সভাপতি রাসেল মৃধা বলেন, ‘যেকোনো সংগঠন টিকে থাকে সততা, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের মেলবন্ধনের মাধ্যমে। তাই মহৎ এই উদ্যোগ দীর্ঘদিন সফলতার সঙ্গে পরিচালনার জন্য এ তিনটি বিষয় মাথায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, সংগঠনকে আরও বেগবান করতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মিলন বেপারী, জামাল সরদার, এছাড়াও সভাপতি রাসেল মৃধা, সিনিয়র সহ সভাপতিঃ সজিব মুন্সী, সাধারণ সম্পাদকঃ হাসান বাবুর্চী, শাজাহান মুন্সী, দূর্জয় মুন্সী, নিরব বেপারী, তৌহিদ মৃধা, আকাশ মাঝি প্রমুখ।
২০২০ সালে সংগঠনটি শুরু হয় ৪৪ জন সদস্যের সাথে এবং তখন থেকেই গরীব ও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে এতিমদের বছরে একবার খাবার খাওয়ানো, ঈদে উপহার বিতরণ, মাদ্রাসায় কুরআন বিতরণ, বৃক্ষ রোপণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ইত্যাদি।
-মোঃ জামাল হোসেন, নড়িয়া,শরীয়তপুর
ON/RMN