তাওহীদ একাডেমি আয়োজনে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে অবস্থিত জামিআ দারুত তাওহীদ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও শীতকালীন পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের আয়োজনে মাদ্রাসায় শিক্ষার্থীরা বিভিন্ন বাহারী রকমের পিঠা এনেছেন। এরপর মাদ্রাসার কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছেন। একই দিনে মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসায় আরবী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় পাঠদান করাচ্ছেন শিক্ষকরা।
তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মালেক মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টার ও জামিআ দারুত তাওহীদের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল, ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য কামাল হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ আকরামুজ্জামান এবং বিশিষ্ট সমাজসেবক শাহ আলম মিয়াজী সহ অন্যান্যরা।
এই সময়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. দুলাল মিয়া, সহ-সভাপতি মেহেদী হাসান, রাসেল হোসেন, গোলজার হোসেন, আব্দুল মালেক, জালাল মিয়া, সাইফুল ইসলাম, সাজেদুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN