কবি সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মবার্ষিকীতে সাহিত্য পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়িতে কবি সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু সাহিত্য পুরস্কার, গুণীজন সম্মাননা এবং সেরা পাঠক পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে।
শুক্রবার, ২৭ ডিসেম্বর, দুপুর দেড়টায় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সৈয়দ হক মঞ্চে সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
সম্মানিত অতিথি হিসেবে গবেষক, সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাশ্বত ভট্টাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেখক, গবেষক ও শিক্ষক ড. আব্দুল হালিম প্রামানিক সম্রাট উপস্থিত ছিলেন। এ সময় কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।
এই বছর শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক নিলয় নন্দী এবং আখতারুল ইসলাম। পাঠাগার সংগঠক জয়নাল আবেদীন গুণীজন সম্মাননা লাভ করেন।
সেরা পাঠক হিসেবে বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পূজা রানি পুরস্কৃত হন।
অনুষ্ঠানে ড. আব্দুল হালিম প্রামানিক সম্রাট সৈয়দ শামসুল হকের সাহিত্যিক অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সৈয়দ শামসুল হক ছিলেন আমাদের সাহিত্যাকাশের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সৃষ্টিশীলতা ও শব্দের জাদু আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তরুণ লেখকদের জন্য তিনি সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’
-জাহিদ খান,কুড়িগ্রাম
ON/RMN