বরিশাল এয়ারপোর্ট থানায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

বরিশাল (বিএমপি) এয়ারপোর্ট থানায় ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অভিষেক ওরফে সোম অভি (৩০), আগৈলঝড়া থানার পতিহার গ্রামের লক্ষ্মণ চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে, বর্তমানে কালিবাড়ী রোড (উত্তর), ১৯ নং ওয়ার্ড, বরিশাল সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
গত ২৬/১২/২০২৪ তারিখ রাত প্রায় ১০.৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ড ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদার হোটেলে এসে স্থানীয় কতিপয় লোকের নাম-ঠিকানা জানতে চায়। এক পর্যায়ে তিনি নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জানান যে, এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে এসেছে।
তিনি তার নিকট থাকা তালিকায় দুলাল মৃধা এবং সোহেল ইসলামের নাম আছে বলে তাদেরকে জানান যে, তারা যদি টাকা-পয়সা দেয় তাহলে তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে। দুলাল মৃধা এবং সোহেল ইসলামকে সন্দেহ হলে প্রতারক অভিষেক ওরফে সোম অভি তাদেরকে পরিচয়পত্র (পুলিশ আইডি কার্ড) এবং ওয়াকিটকি (ওয়্যারলেস) সেট দেখান।
বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। সম্মানিত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, বরিশাল ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, বিএমপি, বরিশালের নির্দেশে এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল-আমিন নাঈমের নেতৃত্বে এক চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিষেক ওরফে সোম অভিকে জনসাধারনের উপস্থিতিতে নিবির জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে তাকে গ্রেফতার করেন।
ভুয়া ডিবি পুলিশ সোম অভির হেফাজতে স্পেশাল ব্রাঞ্চের ৩টি, পুলিশের ১টি মোট ৪টি নকল আইডি কার্ড, ১টি কালো রঙের ওয়াকিটকি, ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
-পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ,বরিশাল
ON/RMN