মাহফিলে মাদক বিক্রির অভিযোগে মিজান আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামে একটি বিশাল মাহফিলের আয়োজন করা হয়, যেখানে প্রায় দুই হাজার লোকের সমাগম ঘটে। মাহফিলটি ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হয়।
এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মিজান মাহফিলস্থলে উপস্থিত হয়ে মাদক বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। বাবুগঞ্জ থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, মিজান ওই মাহফিলে ১০ হাজার টাকার গাঁজা বিক্রি করেন। পুলিশ পরিস্থিতি নজরে নিয়ে অভিযান চালায় এবং মিজানকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, মিজানের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।
প্রতিবেদক
ON/SMA