সাচার উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ও সাচার রেনেঁসা হাসপাতালের আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী হাফেজদের পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই দ্বিতীয়বারের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে চাঁদপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলের কোরআনের হাফেজরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার শুরুতে কোরআনের তেলাওয়াত ও ক্বেরাত পরিবেশন করেন অংশগ্রহণকারী হাফেজগণ। এরপর বিচারকমণ্ডলী প্রথম থেকে ১০ম স্থান পর্যন্ত প্রতিযোগীদের বাছাই করেন এবং বিজয়ীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিজয়ীরা তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ ও সাচার রেনেঁসা হাসপাতালের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি হাফেজ মাওলানা আহসান হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন কচুয়া জামিআ আহমাদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবু হানিফ এবং জামিউল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা মুফতি আনিছুর রহমান কাসেমী সহ অন্যান্য ওলামায়ে কেরাম।
এ সময় সাচার রেনেঁসা হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার, পরিচালক জিয়াউদ্দিন মজুমদার, সালাউদ্দিন মজুমদার সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ ও মনোবল বৃদ্ধি পাবে।
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN