জলঢাকায় শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ

নীলফামারীর জলঢাকার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৫ ডিসেম্বর) শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, ‘আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ দূর্দশার কথা শুনতে এসেছি। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানা মাত্র। এই সরকারের ক্লিয়ার কথা হচ্ছে, আমরা সংস্কারগুলো করবো। কমিশনগুলো উপস্থাপনা দেবে।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, ‘জনগনের কাছে ঘুষ, দূর্ণীতি করেছেন এরকম অভিযোগ আর শুনতে চাইনা।’
-মাজেদুল ইসলাম, জলঢাকা
ON/RMN