বাবুগঞ্জে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি করায় হকার কে মারধরের চেষ্টা

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে কম দামে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে স্থানীয় মুদি দোকানদারদের ক্ষোভের মুখে পড়েন মেহেদী হাসান সজিব নামের এক যুবক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, ওই যুবক ভ্যানগাড়িতে করে হাত-মাইকের মাধ্যমে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করছিলেন, যেখানে স্থানীয় দোকানদারেরা ৭০ টাকায় পেঁয়াজ বিক্রি করে আসছিলেন।
উপস্থিত কয়েকজন জানান, ‘সস্তায় পেঁয়াজ বিক্রি করায় দোকানদারেরা তার ওপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হন এবং একপর্যায়ে তাকে মারধরের চেষ্টা করেন।’ তবে সেখানকার সাধারণ মানুষ ব্যাপারটি প্রতিহত করেন এবং ওই যুবককে নিরাপদে সরিয়ে দেন।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, ‘সারা দেশের বাজারমূল্যের তুলনায় রহমতপুর বাজারে সব ধরনের কাঁচা পণ্য ও মাছ-মাংসের দাম বেশি রাখা হয়।’ তাদের ভাষ্যে, ‘এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণকারীদের কোনো নজরদারি নেই।’
-পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ
ON/RMN