সততা ছাড়া নেতৃত্ব টেকসই নয়’: মোশাররফ হোসেন

চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ‘একজন ভালো নেতাকে তার অনুসারীদের জন্য আদর্শ হতে হবে। সততা একজন নেতার উল্লেখযোগ্য গুণ। সর্বোপরি জনগণের আস্থা অর্জনের জন্য সততা অপরিহার্য।’ তিনি বুধবার (তারিখ উল্লেখ নেই) কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সুপার ফাইভ ছাত্রদল নেতৃবৃন্দ অংশ নেন।
মোশাররফ হোসেন আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে। এজন্য ছাত্রদল নেতাদের অন্যান্য ভূমিকা পালন করতে হবে।’
মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক গাজী রশিদ সভা পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মিয়াজী, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাস্টার, পাথৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাছ মিয়াজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
-মো: মাসুদ রানা,কচুয়া,চাঁদপুর
ON/RMN