১২ দলের অংশগ্রহণে মুখরিত শাহাপুর প্রিমিয়ার লিগ

রাজনগর উপজেলার শাহাপুর গ্রামে আজ স্থানীয় তরুণ ও প্রবাসীদের উদ্যোগে ‘শাহাপুর প্রিমিয়ার লীগ (সিজন-২)’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ১২টি টিমের অংশগ্রহণে ঐতিহ্যবাহী শাহাপুর মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে দিনভর প্রাণবন্ত খেলার আমেজ ছড়িয়ে পড়ে। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য, সামাজিক সালিশ ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও ক্রিকেটপ্রেমী অসংখ্য মানুষ।
আয়োজনের পেছনে কারা
এবারের আয়োজনের অন্যতম আয়োজক রায়হান হাবিব, আবু সাঈদ মুন্না, শফিউল আলম, মাসুম আহমেদ, কামরুল ইসলাম ও মেহেদী হাসান। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই টুর্নামেন্টের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ‘এরকম ভাবে যদি প্রতিটি পাড়ায় মহল্লায় খেলাধুলার আয়োজন করা হতো তাহলে যুব সমাজ মোবাইলের প্রতি বেশি আসক্ত হতো না, আর এই পাড়া-মহল্লা থেকে অনেক ভালো খেলোয়াড় জাতীয় টিমে খেলার সুযোগ পেত।’
স্পন্সরদের অবদান
টুর্নামেন্টে স্পন্সর করেছেন—মিলাদ হাসান (পোল্যান্ড প্রবাসী), নাজমুল হোসেন (পর্তুগাল প্রবাসী), কামরুল ইসলাম (ফ্রান্স প্রবাসী), মাসুদ আহমদ (গ্রীস প্রবাসী), মারুফ আহমদ শুভন (পর্তুগাল প্রবাসী), তোফাজ্জল হক সাজু (জার্মান প্রবাসী), তায়েফ আহমদ (লন্ডন প্রবাসী), ফরহাদ আহমদ (দুবাই প্রবাসী), নিপু আহমেদ (লন্ডন প্রবাসী), তারেক আহমেদ (ফ্রান্স প্রবাসী), মাহবুব আহমেদ (গ্রীস প্রবাসী), ইমরান আহমেদ (লন্ডন প্রবাসী)।
এছাড়া সহযোগী স্পন্সর হিসেবে ছিলেন স্বাগত মিষ্টি ঘর, প্রীতি মিষ্টান্ন ভান্ডার, ভাই ভাই ভেরাইটিজ স্টোর, শাহজালাল ইলেকট্রনিক্স ও বাসন্তী ডিজিটাল স্টুডিও। ‘ম্যান অব দ্য ম্যাচ’ স্পন্সর করেন সায়েদ আলম (সৌদি প্রবাসী) এবং ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ স্পন্সর করেন সাহেব আলী (সৌদি প্রবাসী)।
অংশগ্রহণকারী দল
১. শাহাপুর এভেঞ্জারস
২. শাহাপুর প্রাইড
৩. কালীগঞ্জ রুপসী বাংলা স্পোর্টিং ক্লাব
৪. স্বাগত স্পোর্টিং ক্লাব বিলবাড়ী
৫. বেড়কুড়ি নতুন কুড়ি স্পোর্টিং ক্লাব
৬. জাহিদপুর স্পোর্টিং ক্লাব
৭. কালিয়ারগাও সোনার বাংলা স্পোর্টিং ক্লাব
৮. সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব মাকড়সী
প্রবাসী মারুফ আহমেদ শুভন বলেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা অক্লান্ত, নিঃস্বার্থ পরিশ্রম করে এই সুন্দর আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই সকল প্রবাসী বন্ধুদের, যারা স্পন্সর করেছেন।’
-কামরান আলম, রাজনগর
ON/RMN