‘বুড়িমারী এক্সপ্রেস’ অবকাঠামো উন্নয়নে রেলওয়ের নতুন দিগন্ত

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গত ১২ মার্চ ২০২৪ তারিখ থেকে ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনকে বুড়িমারী পর্যন্ত পরিচালনা শুরু করেছে। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে যাত্রী সেবা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৭ ডিসেম্বর লালমনিরহাট জেলার হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে স্থানীয়দের আয়োজনে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। তাদের দাবির মূল লক্ষ্য ছিল বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল নিশ্চিত করা।
রেলওয়ে কর্তৃপক্ষ ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ও ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের রেকের লিংক সমন্বয় করে ট্রেনটি বুড়িমারী পর্যন্ত চালানোর পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে নতুন সময়সূচি টাইম টেবিল-৫৪ তে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুড়িমারী স্টেশনে ওয়াটার হাইড্রেন্ট স্থাপন ও প্ল্যাটফরম সংস্কারসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পরিচালনার জন্য ১৫ ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের আশা, এ কার্যক্রমের মাধ্যমে স্টেশনটি আরও আধুনিক ও মানসম্মত হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, ‘এই উদ্যোগের ফলে বুড়িমারী অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে।’ বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী সেবা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও নতুন রুট সংযুক্ত করা, ট্রেনের সংখ্যা বাড়ানো এবং যাত্রী সেবার মান উন্নত করার পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN