শতবর্ষী গাছ কাটায় নড়িয়ায় মানববন্ধন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী শীল কড়ই গাছ কেটে ফেলার অভিযোগে স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিঙ্গামানিক ইউনিয়নের আহমদ নগর বাজারে প্রায় শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন এবং অভিযুক্তদের বিচারের দাবি জানান।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মাঠের পাশে দীর্ঘদিনের চারটি বড় আকারের শীল কড়ই গাছ ছিল। গত ১৬ ডিসেম্বর (ছুটির দিনে) কিছু ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের ‘অনুমোদন আছে’ বলে দাবি করে দুটি গাছ কাটতে শুরু করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বাধ্য করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
অংশগ্রহণকারীরা আরও বলেন, ‘একটি কুচক্রী মহল কোনো অনুমোদন ছাড়াই স্কুলের শতবর্ষী গাছগুলো পুরোপুরি কেটে ফেলতে চেয়েছিল। ইতোমধ্যে চারটি গাছের মধ্যে দুটি গাছ প্রায় অর্ধেক কেটে ফেলা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর বিচার চাই।’
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ বলেন, ‘বাচ্চাদের খেলাধুলার সময় গাছের ঠালা ভেঙে পড়ার আশঙ্কা করায় ছোট ছোট ঠালাগুলো কাটার কথা বলেছিলাম। তবে গাছের মোটা ঠালাগুলো কাটার ব্যাপারে আমি কোনো অনুমোদন দেইনি। এটা করে থাকলে তদন্ত করে দোষীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
-মোঃ জামাল হোসেন, নড়িয়া,শরীয়তপুর
ON/RMN