‘২৫ তারিখের মধ্যে বরিশাল বিভাগে বিএনপি কমিটি বিলুপ্তির নির্দেশ’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, আগামী ২৫ তারিখের মধ্যে বরিশাল বিভাগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল ও সম্মেলন সফল করার লক্ষ্যে বরিশাল বিভাগের কোনো নিয়মবহির্ভূতভাবে গঠিত ইউনিটের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৩ শে ডিসেম্বর, রোজ সোমবার, একজন সংবাদদাতা জানান—এই নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ, বরিশাল
ON/RMN