বোড়াগাড়ী ইউনিয়নে আয়েশা স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাটে আয়েশা স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২২ ডিসেম্বর, আজিজার মিয়ার হাটের দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বিপিএএ, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বায়েজিদ হোসেন জুয়েল, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম, ডোমার উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ নুরনবী হোসেন নয়ন, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে দিনাজপুর নওসিন প্রমীলা ফুটবল একাডেমি বনাম রংপুর সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব। খেলায় রংপুর সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ২-০ ব্যবধানে জয় লাভ করে।
-রাকিবুল হাসান, ডোমার,নীলফামারী
ON/RMN