পাংশায় চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের একজন সদস্যকে পাংশা থানা পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার, ২১ ডিসেম্বর সন্ধ্যা সময়, মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়ীয়া কোরবান মেম্বারের বাড়ির সামনে একটি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল চুরি হওয়ায় স্থানীয় জনতা একটি সন্দেহভাজনকে আটক করে। ঘটনা জানতে পাংশা মডেল থানার এসআই সাজিদ আহম্মেদ সহ পুলিশের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ রসুল হোসেন (২০), কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত গোকপগ্রাম এলাকার মোঃ শাজাহান শেখের ছেলে। এই ঘটনায় পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-১৩। আজ, ২২ ডিসেম্বর ২০২৪, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।
–আল আমিন হোসেন,পাংশা ,রাজবাড়ী
ON/RMN