তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জে লিফলেট বিতরণ

গতকাল রূপগঞ্জ উপজেলার পূর্বাচল সমু মার্কেট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে অঙ্গসংগঠনের কর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণের সময় নেতারা সাধারণ জনগণকে ৩১ দফার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন এবং এর বাস্তবায়ন দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করেন।
বক্তারা বলেন, ‘তারেক রহমানের এই কর্মসূচি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি সব সময় জনগণের স্বার্থে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।’
-মোঃ মিঠুন মিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ON/RMN