ভোলা-বরিশাল নৌ-পথে নতুন সিডিউল

ভোলা-বরিশাল নৌ-পথের নতুন সিডিউল অনুযায়ী লঞ্চ প্রতিটি ৪৫ মিনিট অন্তর ছাড়বে। বরিশাল থেকে প্রথম লঞ্চ সকাল ৫:১৫ এবং শেষ লঞ্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে চলবে। ভোলা থেকে প্রথম লঞ্চ সকাল ৫:৪০ এবং শেষ লঞ্চ সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ছাড়বে।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, প্রতি ৪৫ মিনিট অন্তর ভোলা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ভোলা লঞ্চ চলাচল করবে, ফলে যাত্রীদের জন্য দুর্ভোগ কমে যাবে। পূর্বে লঞ্চগুলো দুই ঘন্টার অন্তর ছাড়ত, যার ফলে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হতো। নতুন সিডিউলের ফলে যাত্রীরা অপেক্ষা না করেই লঞ্চ ধরতে পারবেন, এবং যেখান থেকেই আসুক না কেন লঞ্চ ঘাটে সবসময় একটি না একটি লঞ্চ থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিটি ৪৫ মিনিটে লঞ্চ ছাড়ার ফলে যাত্রীরা খুশি এবং তাদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। কেউ যদি কোনো লঞ্চ মিস করে, তাহলে দ্রুত পরবর্তী লঞ্চে যাত্রা চালিয়ে যেতে পারবেন।
-মোঃ নকিব,ভোলা
ON/RMN