কুড়িগ্রাম থেকে মুগোলের পথে নৌকায় ডাকাতদের আকস্মিক হামলা

শনিবার সকাল ৯টায় কুড়িগ্রাম থেকে মুগোল বাচা ঘাটের উদ্দেশ্যে যাত্রীবাহী নৌকা ছেড়ে দেয়। তবে, নৌকাটি গন্তব্যস্থানে পৌঁছানোর আগে মাঝনদীর কাছে (২০০ বিঘা চর) আনুমানিক সকাল ১১:৩০টায় এক দল ডাকাত হামলা করে। হামলাকারীরা নৌকায় উঠে যাত্রীদের কাছ থেকে মোবাইল, টাকা, সোনা ইত্যাদি ছিনিয়ে নেয়। ঘটনায় যাত্রীদের শারীরিক কোন ক্ষতি হয়নি।
-মোঃ স্বাধীন মিয়া,রৌমারী, কুড়িগ্রাম
ON/RMN