তারেক রহমানের দেওয়া সাহায্য পেল ময়মনসিংহের হালুয়াঘাটের বন্যাদুর্গত ১২৪ পরিবার
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বন্যাদুর্গত ১২৪ পরিবারকে ঘর নির্মাণের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ঢেউটিন দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে হালুয়াঘাট পৌর শহরের ঋষি পাড়ায় সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বক্তব্য দেন। এমরান সালেহ বলেন, বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে নেতা-কর্মীরা পানিবন্দী মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা, ত্রাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই নিরলসভাবে কাজ করছেন। বিএনপি জনগণের দল। জনগণের বিপদে-আপদে তারা পাশে থাকে।