নিখোঁজের তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের ধাঁধার চর থেকে জনতার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে রোববার নাঈমুল ইসলাম শাওন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি পাশ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর গ্রামের প্রবাসী দিদারুল ইসলামের একমাত্র ছেলে।
জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু লোক দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ধাঁধার চরে নাশকতা পরিকল্পনার অভিযোগে স্থানীয় জনতা ধাওয়া করে এবং ১২ জনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় জনতার ধাওয়া খেয়ে আত্মরক্ষা করতে অপর কয়েকজনের সঙ্গে নাঈমুল ইসলাম শাওন শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠলেও শাওন নিখোঁজ ছিলেন। পরদিন, শনিবার, শাওনের পিতা দিদারুল ইসলাম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার সকাল থেকেই টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদীর কয়েক কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালায় এবং দুপুরে ঘিঘাট এলাকা থেকে শাওনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে শাওনের পিতা দিদারুল ইসলাম বলেন, ‘আমার ছেলে স্থানীয় লাখপুর শিমুলিয়া কলেজ থেকে এইচএসসি পাস করে বাড়ির পাশে পোল্ট্রি ফার্ম গড়ে তুলে ব্যবসা করছিল। শুক্রবার দুপুরে শাওনের এক চাচাতো মামা ধাঁধার চরে পিকনিকে বিরিয়ানি রান্নার কথা বলে তাকে নিয়ে যায়। সে আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না।’
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ‘যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
-সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া,গাজীপুর
ON/RMN