শিবচর বাজারে পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলের চড়া দাম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ভোগান্তি বাড়ছে ক্রেতাদের। শিবচরের বাজারে পেঁয়াজ, আলু এবং সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, আলু ও পেঁয়াজের মৌসুম শেষের দিকে থাকায় দাম বাড়ছে।
শিবচর বাজারে এখন প্রতিকেজি আলু ৮০ টাকা এবং নতুন আলু ১২০-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম প্রতিকেজি ১২০ টাকা। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের দাম ২২০-২৩০ টাকা, আর খোলা সয়াবিন তেল ২০০ টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে।
ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘বাজারে এসে প্রতিদিনই নতুন দামে পণ্য কিনতে হচ্ছে। অথচ আয় বাড়েনি।’
পাইকারি ব্যবসায়ীদের দাবি, ‘আলু-পেঁয়াজের মৌসুম শেষের দিকে। প্রতিবছর এই সময়ে দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকেই চড়া দাম রয়েছে।’
এদিকে, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের ডজনপ্রতি দাম ১৫০ টাকা।
তবে শীতের সবজির সরবরাহ বাড়ার কারণে কিছুটা স্বস্তি এসেছে সবজির বাজারে। ঢ্যাঁড়স, পটোল, ঝিঙা ৫৫-৭০ টাকা এবং বরবটি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ ৫০-৮০ টাকা এবং ফুলকপি ১২০ টাকা দরে পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
মাছের বাজারের দাম এখনও স্থিতিশীল থাকলেও, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম ক্রেতাদের ওপর চাপ বাড়িয়েছে।
- সাগর কর্মকার, শিবচর
ON/MDK