যমুনা নদীর ৩৮ কেজি বাঘাইড় মাছ নিয়ে বাজারে ভিড়, দাম উঠল ৪৮ হাজার টাকা

টাঙ্গাইলে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ, যা ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে মাছটি উঠলে ঢাকার এক ব্যক্তি এটি কিনে নেন।
জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে তার সহযোগীদের নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরেন। সেই জালেই ধরা পড়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি। পরে শনিবার সকালে মাছটি গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসা হয়। বাজারে মাছটির দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। তবে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম মাছটি কেনেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে এলে আমি ৪৮ হাজার টাকায় কিনে নিই। এটি ঢাকায় নিয়ে বিক্রি করব।’
গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু মিয়া বলেন, ‘গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় মাছ পাওয়া যায়। আজ সকালে মাছটি বাজারে তোলা হলে অনেক মানুষ দেখতে ভিড় জমায়। পরে এটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়।’
মাছ বিক্রেতা বলেন, ‘নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এত বড় মাছ সব সময় ধরা পড়ে না। অনেক দিন পর এমন মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।’
-সাজেদুল ইসলাম,ভূঞাপুর,টাঙ্গাইল
ON/RMN