রাজবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি গঠন। ‘ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুর রহমান সোহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর।
২০২৫ সালের জন্য ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান গিফারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ আব্দুল আলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিম আল-মাহমুদ (সুমন), ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতী শামসুল হুদা এবং জেলা ও উপজেলার অন্যান্য নেতা-কর্মীরা।
নতুন কমিটির নেতৃত্বে আগামী এক বছর ইসলামী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখা তাদের কার্যক্রম পরিচালনা করবে।
-আল আমিন হোসেন,পাংশা,রাজবাড়ী
ON/RMN