বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল শতউদ্ব বছর।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা’র উপস্থিতিতে বিকেলে গার্ড অব অনার অনুষ্ঠিত হয়। গার্ড অব অনারের শুরুতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বারের কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা ও উপজেলার মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার কফিনে পুস্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাযার পর, তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধা কম্পাউন্ডে মরহুমের দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বার তার স্ত্রীর পাশাপাশি পাঁচ পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
-আল আমিন হোসেন,পাংশা,রাজবাড়ী
ON/RMN