নাহিদ সরদারের অসহায় জীবন, সরকারি ঘর না পেয়ে অশ্রুসজল আহ্বান

নাহিদ সরদার, বয়স ৪০, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুজাবাজ গ্রামে একটি ভাঙা ছোট ঝুপড়ি ঘরে বসবাস করছেন। হার্টের রোগে আক্রান্ত নাহিদ দীর্ঘদিন ধরেই অসুস্থ, এবং এই অবস্থায় তার জন্য জীবনযুদ্ধ অনেক কষ্টকর হয়ে উঠেছে। ঝড়-বৃষ্টি শুরু হলে তার অস্থায়ী ঘরে পানি পড়ে যায়, শীতের সময় ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়। একমাত্র স্ত্রী শাহনাজ ও সন্তান নিয়ে তিনি কষ্টে জীবন কাটাচ্ছেন।
জীবনের এ দুর্বিসহ অবস্থা সত্ত্বেও নাহিদ সরদারের কাছে কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি। তিনি এমপি, চেয়ারম্যান ও মেম্বারের কাছে বহুবার সাহায্যের আবেদন করেছেন, কিন্তু কিছুই পাননি। নাহিদ সরদার বলেন, ‘আমি গরিব মানুষ, আমি অনেক অসুস্থ, হার্টের রোগী। আমার কিছু জায়গা আছে, কিন্তু টাকার অভাবে একটা ঘর তৈরি করতে পারি না। আমার এক ছেলে, মরার আগে যদি একটা ঘর করতে পারতাম তাহলে মনে শান্তি পাইতাম। ঘর দিয়ে পড়ে পানি, কাগজের বেড়া, এমন কেউ নেই যে সাহায্য করবে। কত কষ্টে চলি। আমি মরে গেলে ছেলেটা কোথায় থাকবে, কে ঘর করে দিবে?’ বলতে বলতে তার চোখে জল চলে আসে।
স্থানীয়রা জানান, নাহিদ সরদারের মতো প্রকৃত অসহায় ব্যক্তি সরকারি ঘরের সুবিধা থেকে বঞ্চিত। তারা মনে করেন, যদি নাহিদ টাকা দিতে পারতেন, তাহলে হয়তো ঘর পেতেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে এই পরিবারের বিষয় খোঁজ খবর নিয়ে তাদের পূর্ণ বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
-মোঃ জামাল হোসেন, নড়িয়া,শরীয়তপুর
ON/RMN