পূর্বাচলে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় মিলল আঙুলের ছাপে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা থানায় খবর দিলে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ পরীক্ষা করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত তরুণীর নাম রানী (২৯)। তিনি ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা মো. কাশেমের মেয়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে, পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিরোধ থাকতে পারে। পুলিশ কর্মকর্তারা দ্রুতই হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করার আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয়রা জানান, পূর্বাচল এলাকাটি তুলনামূলক জনবসতিহীন এবং এখানে অপরাধীদের আনাগোনা বেশি দেখা যায়। ফলে এমন ধরনের ঘটনা এখানে নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ এলাকায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
-মোঃ মিঠুন মিয়া,রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ON/RMN