গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টোক ইউনিয়ন সভাপতি জাহিদ হাসান (২৩) কে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা টোক ইউনিয়নের কাসেরা গ্রামের জালালউদ্দিনের পুত্র।
গত শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে টোক এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
জাহিদ হাসান টোক এলাকায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী দলকে কায়েম করে ত্রাস ও সন্তাসের রাজত্ব গড়ে তোলে। তার বিরুদ্ধে টোক ইউনিয়নের বিভিন্ন এলাকায় একক আধিপত্য বিস্তারের মাধ্যমে চাঁদাবাজি, জবর দখল ও টাকার বিনিময়ে সালিসি বৈঠকে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। তার গ্রেফতারে টোক এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা ও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা, তাদের মোটরসাইকেল এবং কাপাসিয়া ডাকবাংলোতে ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।’
-সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া,গাজীপুর
ON/RMN