তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সাদিপুরে আলোচনা সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির সাবেক মহাপরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল এই মন্তব্য করেন। তিনি বলেন, “যারা চাঁদাবাজ, মামলাবাজ, তারা কোন ভাবেই শহীদ জিয়ার সৈনিক নয়। তারা জাতীয়তাবাদী দলের লোক নয়।”
ওয়ালিউর রহমান আপেল আরও বলেন, “আমি কারো সমালোচনা করতে আসিনি, এসেছি নিজের সমালোচনা করতে।” তিনি বলেন, বর্তমানে বিএনপির মধ্যে অন্তদ্বন্ধ দেখা যাচ্ছে এবং সোনারগাঁয়ে কিছু বিএনপি নেতা নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে, যা দলের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, “এটা তো কোন ভালো কাজ হতে পারে না। এসব করলে মানুষ তো বলবে এটা তো দেখি মুদ্রার এপিঠ ওপিঠ। সেজন্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বিএনপির ৩১ দফা প্রচার করা এবং বিএনপির মূল আদর্শ তুলে ধরা।”
এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার শাম্মী, হাফেজ মাওলানা মিজানুর রহমান, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ আয়াত উল্লাহ, ডালিম শিকদার, এডভোকেট মোবারক হোসেন, জয়নাল আবদীন জয়, বিল্লাল হোসেন বেলাল, শাহ আলম, মোহাম্মদ মোজাম্মেল প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
-মোহাম্মদ আলমগীর হোসেন,সোনারগাঁ,নারায়ণগঞ্জ
ON/RMN