ভূঞাপুরে সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরিষা চাষের মাধ্যমে ফসলের মাঠে হলুদ সরিষা ফুলের বিস্তার ঘটেছে। কৃষকরা এই বছরে সরিষা চাষে ৩,৩১০ হেক্টর জমি ব্যবহার করেছেন এবং সরিষার ফলন ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপজেলার ৫,৬০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে প্রণোদনা কর্মসূচির আওতায়। মৌচাষিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহের মাধ্যমে আয়ের উৎস বৃদ্ধি করছে।
উপজেলা সরিষা চাষিরা আশা ব্যক্ত করেছেন, ‘আশা রাখি এবছর সরিষা আবাদ ভালো হবে। প্রথমদিক ঘন কুয়াশার কারণে কিছুটা চিন্তিত ছিলাম। কুয়াশার প্রভাব কেটে যাওয়ায় সরিষার ফলন ভালো হবে। সরিষা আবাদে আমরা ভালো লাভবান হতে পারবো।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানিয়েছেন, ‘চলতি বছরে যমুনা চরাঞ্চল সহ উপজেলায় ৩,৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমরা নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ দিয়ে তাদের সাহায্য করছি যাতে সরিষার আবাদ বৃদ্ধি পায়।’
-সাজেদুল ইসলাম,ভূঞাপুর,টাঙ্গাইল
ON/RMN