সোনারগাঁয়ে জয়নুল আবেদীনের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১১০তম জন্মবার্ষিকী গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উদযাপন করা হয়। এই উপলক্ষে ফাউন্ডেশনের লোকজ মঞ্চে শিশুদের চিত্রাংকন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ড. আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কর্মকর্তা একে এম মুজাম্মিল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন এবং ফাউন্ডেশনের উপ-পরিচালক একে এম আজাদ সরকার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. আহমেদ উল্লাহ জানিয়েছেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীনের সৃষ্টিশীলতা মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবে। সোনারগাঁয়ে তিনি নিজ হাতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছেন।’ আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেন।
-মোহাম্মদ আলমগীর হোসেন,সোনারগাঁ,নারায়ণগঞ্জ
ON/RMN