কালুখালীতে ছাগল জবাই করে চামড়া রেখে মাংস নিয়ে গেল চোর

রাজবাড়ীর কালুখালীতে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে চর শ্রীপুর গ্রামে গোয়াল থেকে ছাগল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ছাগল দুটি জবাই করে চামড়া, পাথা এবং পা রেখে মাংস নিয়ে গেছে।
ছাগলের মালিক চর শ্রীপুর গ্রামের টুটুল মোল্লার স্ত্রী জানান, ‘রাতে ঘুম ভাঙলে ছাগলের ঘরে গিয়ে দেখি আমার কালো রঙের খাসি ছাগল দুটি নেই। সারা রাত অনেক খোঁজাখুঁজি করেও পাইনি।’ তিনি বলেন, ‘পরের সকালে প্রতিবেশীরা খবর দেন যে বাড়ির পাশেই মাঠের মধ্যে ছাগল দুটি জবাই করে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলিয়ে চামড়া ছুলে মাংস নিয়ে গেছে চোরচক্র।’ মালিক আরও বলেন, ‘আমার দুটি ছাগলের দাম প্রায় ৩০/৩৫ হাজার টাকা।’
প্রতিবেশী ইমরান খান জানান, ‘ছাগল দুটি রাতেই চোরেরা চুরি করে নিয়ে যায়। মালিক অনেক বাড়িতে খোঁজাখুঁজি করেছেন কিন্তু পাইনি।’ ছাগল দুটিকে অনেক আদর যত্ন করতেন টুটুল মোল্লা ও তার স্ত্রী, বলে জানান তিনি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ আসেনি বা অভিযোগ করেনি। ফলে আমার বিষয়টি জানা নেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
-আল আমিন হোসেন,পাংশা,রাজবাড়ী
ON/RMN