ট্রাফিক দায়িত্ব পালনরত ছাত্রদের উদারতা:হারানো ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলেন মালিককে

নগরীর বসিলা পয়েন্টে ট্রাফিক সহকারী হিসেবে দায়িত্ব পালনরত দুই ছাত্র সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি পরিত্যক্ত পার্স ব্যাগ উদ্ধার করে। ব্যাগটিতে কিছু টাকা, একটি স্মার্টফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ছাত্ররা দ্রুত ব্যাগটি উদ্ধার করে ট্রাফিক সার্জেন্ট জনাব তুহিনের সহযোগিতায় প্রকৃত মালিককে খুঁজে বের করে। ব্যস্ত সন্ধ্যার সময়েও তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে মালিক তার হারানো জিনিসপত্র ফিরে পান। মালিক এবং তার স্বামী ছাত্রদের এবং সার্জেন্ট তুহিনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, ‘ছাত্রদের এই আদর্শ নতুন সমাজ গড়ে তোলারই এক প্রতীক।’ এই ঘটনা ছাত্রদের ট্রাফিক দায়িত্বের পাশাপাশি তাদের সচেতনতা ও সতর্কতার পরিচায়ক হিসেবে দেখা যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে আরও বেশি সচেতন এবং সহযোগিতার মানসিকতা তৈরি করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
-অপু দাস অঙ্কুর,ঢাকা
ON/RMN