হাজীগঞ্জ থানার ওসিকে ২ মাসেই বদলি, জনমনে প্রশ্ন
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে মাত্র দুই মাস দায়িত্ব পালনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তাঁর বদলি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সুর লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, ওসি মহিউদ্দিন ফারুক গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি (তদন্ত) থেকে হাজীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত হন। তবে মাত্র ২ মাস ৫ দিনের মাথায়, ২১ নভেম্বর ২০২৪ তারিখে তাঁকে পিবিআইতে বদলি করা হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ‘ওসি সাহেব দায়িত্বে থাকার সময় আমরা ভালো সেবা পেয়েছি। এমন সৎ ও দক্ষ অফিসারকে কেন এত দ্রুত বদলি করা হলো, তা আমরা বুঝতে পারছি না।’ এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘হাজীগঞ্জ থানায় এত তাড়াতাড়ি বদলির ঘটনা আমরা আগে দেখিনি।’
এ বিষয়ে ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ‘যতদিন আমার ডিপার্টমেন্ট চেয়েছে, আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। পিবিআইতে বদলি হওয়ায় সেখানেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করব।’
জেলা পুলিশ সুপার আব্দুর রাকিব মুঠোফোনে বলেন, ‘এটি পুলিশের হেডকোয়ার্টারের সিদ্ধান্ত। তবে ঠিক কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।’
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যরা বলেছেন, ‘ওনার মতো সৎ ও সাহসী একজন ওসি হাজীগঞ্জ থানার জন্য খুবই প্রয়োজন। এত দ্রুত বদলি হলে আমরা জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হব।’
-এআর সানি, হাজীগঞ্জ
ON/MDK