কচুয়ায় স্কুলছাত্রের কান কাটার ঘটনায় একজন আটক

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন (১৬) নামের এক স্কুলছাত্রের উপর হামলার ঘটনায় ফরহাদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহত আল আমিন উপজেলার ভূঁইয়ারা গ্রামের আলম হোসেনের ছেলে এবং ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি বক্সগঞ্জ এলাকায় আল আমিন ও ফরহাদ হোসেনের মধ্যে একটি মারামারি হয়েছিল, যা পরে মীমাংসা করা হয়। পূর্বের এই বিরোধের জের ধরে সোমবার বিকালে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফরহাদ হোসেন ৪-৫ জন সহযোগী নিয়ে আল আমিনের উপর হামলা চালায়। হামলার সময় ব্লেড দিয়ে আল আমিনের কানে আঘাত করলে তার কান অর্ধেক কেটে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া দিয়ে ফরহাদ হোসেনকে আটক করে। পরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফরহাদকে থানায় নিয়ে যায়।
আহত আল আমিন বলেন, ‘সোমবার বিকালে আমি ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিলাম। এ সময় বক্সগঞ্জ গ্রামের ফরহাদ আমার সঙ্গে পূর্বের ঘটনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমার উপর হামলা করে এবং ব্লেড দিয়ে কানে আঘাত করে। আমি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আল আমিনের মা সুরিয়া বেগম ও বাবা আলম হোসেন বলেন, ‘আমার ছেলেকে শত্রুতার জের ধরে হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা বলেন, ‘আল আমিন আমাদের স্কুলের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। তার উপর হামলার বিষয়টি খুবই দুঃখজনক।’
কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম বলেন, ‘মারামারির ঘটনায় ফরহাদ নামের একজনকে আটক করা হয়েছে। আহত পরিবারের মামলার প্রেক্ষিতে আসামিকে মঙ্গলবার চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
-মোঃ মাসুদ রানা,কচুয়া
ON/RMN