পালাখাল গ্রামে রাতের আধাঁরে গরু চুরি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে শুক্রবার মধ্যরাতে অজ্ঞাত চোরদল দুইটি গরু চুরি করেছে। পালাখাল গ্রামের প্রধানীয়া বাড়ির মালিক মনির হোসেন জানান, তিনি প্রতিদিনের মতো খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে চোরদল তার বাড়িতে প্রবেশ করে একটি গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন চারটি গরুর মধ্যে দুটি গরু নেই। খোজাখুজি করে গরুগুলো খুঁজে পাওয়া যায়নি।
গরু দুটির মোট মূল্য প্রায় ২ লাখ টাকা, যা মনির হোসেনের কাছে ক্ষতিসাধন হয়েছে।
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN