নিরাময় প্রাইভেট হাসপাতালে অপারেশনের পরে এক সন্তান হারানোর অভিযোগ

মাদারীপুরের কালকিনি পৌরবাড়ির ভুরঘাটা নিরাময় প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে অপারেশনের পর গর্ভবতী মায়ের এক শিশুর অনুপস্থিতির অভিযোগ উঠেছে। ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সরদারের স্ত্রী আয়শা আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে আনা হয়।
হাসপাতালের কর্মরত ডিএমএফ সাইফুল ইসলাম আয়শা আক্তারের আল্ট্রাসনো করে দুই সন্তান থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং সিজারিয়ান অপারেশন করার পরামর্শ দেন। রাতে অপারেশন চলাকালীন দু’টি শিশু দেখা গেলেও, অপারেশনের পরে রোগীর পরিবারকে এক শিশুর কথা জানানো হয়। এতে রোগীর পরিবার অভিযোগ তোলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এক শিশুকে অপসারণ করেছে।
ভুরঘাটা নিরাময় হাসপাতালের মালিক হান্নান বেপারী বলেন, ‘রোগীর পরিবার মিথ্যা অভিযোগ করছে তাদের ফাসানোর জন্য।’ এছাড়াও বলা হয় যে হাসপাতালে ২৪ ঘন্টা এমবিবিএস ডাক্তার থাকা সত্ত্বেও কোনো আরএমও নেই এবং সব চিকিৎসা ডিএমএফ ডাক্তারই পরিচালনা করেন। সাইফুল ইসলাম জানান, ‘আমি আল্ট্রাসনো করে এক শিশু পেয়েছি এবং তা রোগীর পরিবারকে জানিয়েছি।’
ভুক্তভোগীর শ্বশুর রুহুল আমিন সরদার নিখোঁজ শিশুটিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কালকিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ একই সাথে, এলাকার বাসিরা প্রশাসনের কঠোর পদক্ষেপ না নিলে অপচিকিৎসা কমবে না বলে জানান।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/RMN