মঠবাড়িয়ার আব্দুল জলিলের চলাচলে নতুন স্বস্তি, পেয়েছেন আধুনিক হুইলচেয়ার

এগারো বছর বয়স থেকে পঙ্গুত্ববরণ করা আব্দুল জলিল জীবনের দীর্ঘ সময় কষ্টের মধ্যে কাটিয়েছেন। তবে এবার মঠবাড়িয়া উপজেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে তার জীবনে এসেছে কিছুটা স্বস্তি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আবদুল কাইয়ূমের উপস্থিতিতে আব্দুল জলিলকে একটি আধুনিক হুইলচেয়ার উপহার প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে চলাচলের কষ্ট ভোগ করা জলিল সাহেবের জন্য এটি এক পরম আশীর্বাদ হিসেবে এসেছে।
এ সময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এতদিন যে চলাচল আমার জন্য অসহনীয় ছিল, এখন তা অনেক সহজ হয়ে যাবে। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের এই উদ্যোগ সমাজের মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।’
ON/RMN