মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে পিরোজপুরে আলোচনা সভা

পিরোজপুরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শামসুল আলমের আগমন উপলক্ষ্যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন ইন্দুরকানি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আবু জাফর খান এবং আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পরিচালক অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার বিভিন্ন অধ্যক্ষ। সভায় মাদ্রাসা শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষার মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তাছাড়া, মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগের বিষয়ে কয়েকজন অধ্যক্ষ দুঃখ প্রকাশ করেন। তারা এ বিষয়ে শিক্ষার নীতিমালা সংশোধনের আহ্বান জানান।
-মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর
ON/MRF