অগ্নিকাণ্ডে লোহালিয়ার তিনটি ঘর পুড়ে ছাই, প্রশাসনের সহায়তা

পটুয়াখালীর লোহালিয়া গ্রামে (৩ মার্চ) বিকেল ৪:৩০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে মো: সাইফুল ইসলাম, মো: সুমন এবং মোসা: ফরিদা বেগমের টিনের ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় তিনটি পরিবার চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে প্রশাসনের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের জন্য সেহরি ও ইফতারের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
–পারভেজ হাওলাদার, পটুয়াখালী
–ON/SMA