টিসিবি কার্ডে অনিয়ম: বরিশালে বাতিল হলো একাধিক কার্ড

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডে টিসিবি কার্ড যাচাই-বাছাইয়ে প্রায় ৯০ হাজার কার্ড পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এতে দেখা যায়, এক পরিবারে একাধিক কার্ড ইস্যু করা হয়েছে, কার্ড গ্রহণে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে এবং বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল নম্বর নিবন্ধন না করায় কার্ডের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে নতুন করে বিতরণ করা হবে, যাতে সঠিক ব্যক্তিরা এই সুবিধা পান।’
বরিশাল মহানগরের বাইরেও জেলার ১০টি উপজেলায় টিসিবির মাধ্যমে এক লাখ ২৯ হাজার ৯২১ জন মানুষ প্রতি মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চালের একটি প্যাকেজ মাত্র ৪৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।
টিসিবির বরিশাল বিভাগের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল এবং বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, ‘সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষদের সহায়তা করার জন্য। তবে অনিয়ম বন্ধ করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে।’
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ, বরিশাল
ON/RMN