বরিশালে গাঁজা সহ ৪ জন আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব ছগির হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ০২.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০ নং ওয়ার্ডের কেডিসি বালুর মাঠের মুর্দ্দার ঘরের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন:
১. শফিক সিকদার (৩৭), পিতা-মৃত তোফেল সিকদার, মাতা-নুরুন্নাহার বেগম, কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বরিশাল।
২. মোঃ করিম সিকদার (২৭), পিতা-আঃ রহিম সিকদার, মাতা-দুলু বেগম, কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বরিশাল।
৩. লিটন হাওলাদার (৫০), পিতা-মৃত বাশার হাওলাদার, মাতা-কিরনী বেগম, কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বরিশাল।
৪. মোঃ শামীম ফরাজী (৩৬), পিতা-আবু হোসেন ফরাজী, মাতা-জাহানারা বেগম, কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বরিশাল।
বিএমপি গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার করে অভিযুক্তদের আটক করে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/RMN