‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং তরুণদের ভালো কাজে উৎসাহ দিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ মাসব্যাপী চলমান এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। উৎসবটি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে চলমান থাকবে।
-পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ
ON/RMN