মাদারীপুর শিবচরে প্রতারণা করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই ইট ব্যবসায়ীর বিরুদ্ধে

শিবচরে দুই ইট ব্যবসায়ী শাহিন জমাদ্দার ও হালান মোল্লার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। জানাযাই অন্যের ইট ভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন শাহিন জমাদ্দার, তিনি অগ্রিম ইট বিক্রির কৌশল ব্যবহার করে অতিরিক্ত মুনাফার লাভ দেখিয়ে হাজার হাজার কাছ থেকে হাতিয়ে নিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই পন্থায় হালান মোল্লাও কোটি কোটি টাকা হাতিয়েছেন। গ্রাহকের কাছ থেকে ১ লাখ টাকা নিলে মুনাফার ১৫ থেকে ২০ হাজার টাকা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা।
ভুক্তভোগীরা জানায়, প্রথম দিকে অল্প অল্প টাকার লেনদেন ঠিকঠাকভাবে করলেও পরবর্তীতে বেশি টাকা হলে তালাবাহানা শুরু হতো। শাহিন জমাদ্দার ও হালান মোল্লা গ্রাহকের চাপে রাতের আধারে পরিবার নিয়ে পালিয়ে যেতেন। বর্তমানে শিবচরে অনেক পরিবার এই প্রতারক চক্রে পড়ে নিস্বস্ত হয়ে গেছে, এখন কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিবচরে সার্কেল (আজমীর হোসেন) জানায়, ‘ভুক্তভোগীরা যদি অভিযোগ জানাই, তাহলে ব্যবস্হা নেয়া হবে বলে জানাই এই কর্মকর্তা।’
-সাগর কর্মকার,মাদারীপুর শিবচর
ON/RMN