মারধরের ঘটনায় এক নারী আহত, থানায় লিখিত অভিযোগ দায়ের

বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (তারিখ উল্লেখ নেই) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলেশ্রী গ্রামে। এই ঘটনায় খালেক মোল্লার ছেলে কামরুল হাসান বাদী হয়ে ছোটন সরদারের ছেলে সুলতান সরদার, সুলতান সরদারের স্ত্রী রাশিদা বেগম, মেয়ে মোসাম্মৎ সুমনাসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নলেশ্রী গ্রামের জনৈক হারুন মোল্লার বাড়ির সামনে কামরুল হাসানের স্ত্রী জাকিয়া বেগম একা থাকাকালীন অভিযুক্তরা পূর্ব-পরিকল্পিতভাবে অস্ত্রসজ্জিত হয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা জাকিয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া সুলতান সরদার ও তার মেয়ে সুমনা মিলে জাকিয়ার জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলে শ্লীলতাহানীর অভিযোগও উঠে। জাকিয়ার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে সেখান থেকে সরে যায়।
অভিযোগের বিষয়ে বানারীপাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা যথাসময়ে নেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।
-মো: সাব্বির হোসেন, বরিশাল
ON/RMN