কাঁঠালিয়ায় বাসায় ঢুকে নারী মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঘরে ঢুকে মাছ ব্যবসায়ী তাজনেহার বেগম তাজু (৪৮)কে শ্বাসরোধে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১৯ ডিসেম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন তার ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার রাতে নিহতের ভাই শুকুর আলী হাওলাদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে।’
স্থানীয়রা জানান, তাজনেহার বেগম তাজু বাসস্ট্যান্ড ও কাঠালিয়া বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকতেন। স্থানীয়দের ভাষ্য, ‘তাকে হত্যা করার বিষয়টি অত্যন্ত মর্মাহত। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হবে।’
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/RMN