আমার ঠিকানা বাংলাদেশ’ ও গণ উন্নয়ন কেন্দ্রের মতবিনিময়

গাইবান্ধা জেলার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে আজ (১৮ ডিসেম্বর ২০২৪) গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রধান কার্যালয়ে সংস্থার নির্বাহী প্রধান এম আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আমার ঠিকানা বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসুম পারভেজ।
সাক্ষাৎকালে উভয়পক্ষ গাইবান্ধা জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের পথনকশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে একযোগে কাজ করে এ অঞ্চলের মানুষকে উন্নত জীবনের দিকে এগিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
এসময় ‘আমার ঠিকানা বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও সিইও মাসুম পারভেজ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। গণ উন্নয়ন কেন্দ্র দীর্ঘদিন ধরে যে ভূমিকা পালন করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।’
গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম বলেন, ‘উন্নয়ন কাজের ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব অপরিসীম। আমরা একসঙ্গে কাজ করলে গাইবান্ধার অনগ্রসর জনগোষ্ঠী আরও দ্রুত উন্নত জীবনের দিকে এগিয়ে যাবে।’
উল্লেখ্য, ‘আমার ঠিকানা বাংলাদেশ’ ও ‘গণ উন্নয়ন কেন্দ্র’ উভয়ই দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। আজকের এই সাক্ষাৎের মাধ্যমে তাদের উন্নয়নমূলক কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
-মোঃ মাসুম পারভেজ,সাদুল্লাপুর, গাইবান্ধা
ON/RMN