বিএনপি নেতা জামাল শরীফ হিরোর জানাজায় নেতাকর্মীদের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. জামাল শরীফ হিরোর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার কলেজ মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য সফিকুর রহমান কিরন, নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু এবং বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) ফয়সাল আহমেদসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সফিকুর রহমান কিরন বলেন, ‘আমরা একজন গুণী মানুষকে হারালাম।’ আন্দোলন-সংগ্রামে জামাল শরীফ হিরোর অবদান উল্লেখ করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু এবং কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.) ফয়সাল আহমেদ।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মো. দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, যুবদলের সভাপতি নিস্কন খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহেদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব বিএম আজিজুল হাকিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
জানাজা শেষে মরহুমের কফিন ঢাকা কলাবাগানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সোমবার রাত ৭টা ৩৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাড. জামাল শরীফ হিরো ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
– মো. জামাল হোসেন
ON/SMA