পত্নীতলা উপজেলায় হিন্দুদের প্রতি কোন নির্যাতনের ঘটনা ঘটেনি, দাবি স্থানীয়দের

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের খবর প্রচারিত হওয়ার পর, আজ রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪) সরেজমিনে পরিদর্শন করেন সংবাদকর্মীরা। পত্নীতলা উপজেলার কাশিপুর, হরিরামপুর, পাটিচরা, নাদৌড়সহ বেশকিছু গ্রামে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, তারা জানান, ‘আমরা আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছি, এখন পর্যন্ত আমাদের উপর কোন প্রকার জুলুম নির্যাতনের ঘটনা ঘটেনি।’
গত দুর্গাপূজা প্রসঙ্গে তারা বলেন, ‘আগের থেকে এবারের দুর্গাপূজা আমাদের বেশি জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এবারের দুর্গাপূজায় নিরাপত্তাও অনেক বেশি ছিল।’
ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হিন্দু নির্যাতনের খবর প্রসঙ্গে পত্নীতলা উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা বিপুল কুমার দাস বলেন, ‘ভারতীয় খবরে মিথ্যাচার করা হচ্ছে কিনা বলতে পারবো না, তবে আমাদের পত্নীতলা উপজেলায় গত ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত কোন জায়গায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এই গ্রামে হিন্দু-মুসলিম সবাই সুন্দরভাবে বসবাস করে আসছি।’
উল্লেখ্য যে, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বেশিরভাগ গ্রামে হিন্দু-মুসলিম একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।
-আবু জাফর, পত্নীতলা উপজেলা
ON/RMN