মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির বিদায় অনুষ্ঠান

মধুপুর ও ধনবাড়ি থানায় সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির বিদায়ী সংবর্ধনা
মধুপুর ও ধনবাড়িবাসীর অহংকার, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, তার বদলির প্রেক্ষিতে ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে বিদায়ী অনুষ্ঠান ও সংবর্ধনা গ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি।
উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানটি মধুপুর উপজেলার আলোকদিয়া পুলিশ ফাঁড়ি ও ধনবাড়ি থানা কর্তৃক আয়োজিত হয়।
বিদায়ী বক্তব্যে, ফারহানা আফরোজ জেমি বর্তমান ইউনিটে তার কর্মকালীন স্মৃতিচারণ করেন এবং তার নতুন কর্মস্থলে আরও সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি সবসময় ধনবাড়ি ও মধুপুর থানার অফিসারদের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। নতুন দায়িত্বে আরও ভালো কাজ করতে চাই।’
এ সময় মধুপুর ও ধনবাড়ি থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।
-জুয়েল রানা,মধুপুর
ON/RMN