পূর্বাচলে কভার ভ্যানের ধাক্কায় সিএনজি দুর্ঘটনায় ৫ জন আহত

আজ দুপুরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে একটি কভার ভ্যানের ধাক্কায় সিএনজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ দুর্ঘটনায় সিএনজির চালকসহ পাঁচ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার তীব্রতায় সিএনজির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ভাঙা অংশগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পূর্বাচল সড়কে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এমন দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
-মোঃ মিঠুন মিয়া,ঢাকা
ON/RMN